‘মন খুলে কথা বলার কোনো সুযোগ নেই’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলাদেশি জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন রাবির সাবেক উপাচার্য ফাইসুল ইসলাম ফারুকী, ইমেরিটাস অধ্যাপক এ কে এম ইয়াকুব আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এ বি এম মাহাবুবুর রহমান, অধ্যাপক এম আজাহার আলী, ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম, ইফতার কমিটির সভাপতি অধ্যাপক শামসুল আলম সরকার প্রমুখ। এ সময় দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
আলোজনা সভায় অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই ভয়াবহ। মন খুলে কথা বলার কোনো সুযোগ নেই। এখানের কোনো বক্তাও নির্ভয়ে কথা বলতে পারছেন না। আমি আমার ৬৭ বছরের জীবনে এ রকম মুক্তহীন অবস্থায় আর কখনো থাকিনি। যারা আজ এই পরিস্থিতির তৈরি করেছে তারাও জানে এভাবে টিকে থাকা যায় না। তাই তারাও একদিন বিপদে পড়বে।’
এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে জাতি হিসেবে আমরা নির্যাতিত, নিষ্পেষিত। দেশবাসী আজ এই নির্যাতন থেকে মুক্তি চায়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’