সাইফুরস-এনটিভি অনলাইন কুইজে পুরস্কার জিতলেন যাঁরা

সাইফুরস-এনটিভি অনলাইনের প্রতিদিনের কুইজে অংশ নিয়ে পেনড্রাইভ, হেডফোন এবং মোবাইল ব্যালেন্স জিতে নিয়েছেন পাঠকরা। আজ রোববার, ১ জুন এনটিভি কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফুরসের প্রধান নির্বাহী আনজাম আনসার বাজু, হেড অব এনটিভি অনলাইন খন্দকার ফকরউদ্দীন আহমেদ, এনটিভি অনলাইনের চিফ অব বিজনেস কবির আহমদ, মার্কেটিং ম্যানেজার তানভীর আহমেদসহ অন্যরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাইফুরস-এর প্রধান নির্বাহী আনজাম আনসার বাজু বলেন, ‘এনটিভির এ ধরনের আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। সামনের দিনগুলোতে এ ধরনের গঠনমূলক কুইজ প্রতিযোগিতার সঙ্গে আমরা সম্পৃক্ত থাকতে চাই’।
২২ মে থেকে ৩১ মে পর্যন্ত কুইজে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত করা হয়। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে মাসশেষে তিনজনকে গ্র্যান্ড বিজয়ী করা হবে। তাঁরা পাবেন সিম্ফনি স্মার্টফোন এবং সাইফুরসে বিনামূল্যে কোর্স করার সুযোগ।
কুইজ বিজয়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মো. মোজাম্মেল হক বলেন, ‘অনলাইনে খবর পড়ার অভ্যাস রয়েছে। সেখান থেকেই এনটিভিবিডি ডটকমে আসা। খবর পড়তে গিয়ে কুইজের ব্যাপারে জানা। কুইজে অংশ নিয়ে ভালো লেগেছে। এ ধরনের আরো প্রতিযোগিতা যদি এনটিভি আয়োজন করে, তাহলে ভালো লাগবে। বিশেষ করে শুধুমাত্র প্রতিযোগিতা নিয়ে যদি আলাদা পেজ করা যায়, যেখানে সারা বছর ধরে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হবে এবং বিশেষ দিবসে রচনা প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান বা লোগো ডিজাইনের প্রতিযোগিতা আয়োজন করা যায় তাহলে প্রশংসিত হবে।’
আরেক বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র বিপ্লব আহমেদ বলেন, ‘সাইফুরসের ফেসবুক পেজ থেকে প্রথমে প্রতিযোগিতার ব্যাপারে জানতে পারি। নিজের আগ্রহ থেকে অংশ নেই। পরে কুইজে অংশ নিতে ভালো লাগায় নিয়মিত অংশগ্রহণ শুরু করি। পুরস্কার পেয়ে ভালো লাগছে।’
আরেক শিক্ষার্থী এবং কুইজ বিজয়ী জাবের হোসেন বলেন, ‘এনটিভিবিডি ডটকমে খবর পড়তে এসে কুইজের ব্যাপারটা খেয়াল করি। আগ্রহ নিয়ে কুইজের উত্তর দিতে শুরু করি। এর পর থেকে নিয়মিত অংশ নিচ্ছি। নিজেরও জানার পরিধিটা বাড়ছে। বিশেষ করে ইংরেজি ওয়ার্ডের স্পেলিং শিখতে পারছি কুইজ থেকে।’
আরেক বিজয়ী রাকিবুল ইসলাম বলেন, ‘পুরস্কার পাওয়াটা আনন্দদায়ক। অনলাইন গণমাধ্যমগুলোর মাধ্যমে নতুন নতুন কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ বাড়ছে।’
কুইজ বিজয়ী সালমা আক্তার বলেন, ‘খবর পড়তে এনটিভিবিডি ডটকম নিয়মিত ভিজিট করি। তখন কুইজের ব্যাপারটা খেয়াল করি। আগ্রহবশত কুইজের উত্তর দেওয়া শুরু করি। পুরস্কার পেয়ে ভালো লাগছে।’
প্রতিদিন বিকেল ৫টা থেকে পরদিন বিকেল ৫টার মধ্যে কুইজে অংশ নিতে পারবেন পাঠকরা। কুইজে অংশ নিতে যেতে হবে (www.ntvbd.com/contest/saifurs-university-admission-quiz) এই ঠিকানায়।
কুইজে অংশ নিয়ে এনটিভি অনলাইনের পাঠকরা দুটি পর্যায়ে পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন। ১৬ গিগাবাইট পেনড্রাইভ, এক বছরের ওয়ারেন্টিযুক্ত একটি হেডফোন ও ২০০ টাকার মোবাইল ব্যালেন্স। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে তিনজনকে ওই পুরস্কারগুলো দেওয়া হবে।
এ ছাড়া মাসশেষে গ্র্যান্ড বিজয়ী হওয়ার সুযোগও পাচ্ছেন কুইজে অংশগ্রহণকারীরা। সে ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় বিজয়ী পাবেন একটি করে সিম্ফনি স্মার্টফোন ও সাইফুরস-এ ফ্রি কোর্স অফার। আর তৃতীয় বিজয়ী পাবেন সাইফুরস-এ ফ্রি কোর্স করার সুযোগ।
প্রতিযোগীদের যা জানতে হবে
১. আপনার পূর্ণ নাম, মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে সাবমিট করতে হবে।
২. শুধু বাংলাদেশে বসবাসকারীরাই কুইজে অংশ নিতে পারবে।
৩. প্রতিদিন বিকেল ৫টার পর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
৪. পুরস্কারের বদলে নগদ কোনো অর্থ দেওয়া হবে না।
৫. পুরস্কার গ্রহণ করতে বিজয়ীদের নিবন্ধিত মোবাইল নম্বরটি সচল রাখতে হবে।