‘প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই’

শিক্ষার্থীদের ইংরেজিতে শুদ্ধ ও সঠিক উচ্চারণে কথা বলার ওপর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) ‘ইএফএল স্পিকিং অ্যান্ড প্রোনান্সিয়েশন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসইউ’র ইংরেজি বিভাগের আয়োজনে মূল প্রবন্ধকার হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বরেণ্য শিক্ষক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের চেয়ারপারসন কে আহমেদ আলমের সভাপতিত্বে অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান ইংরেজি বলার ক্ষেত্রে ইংরেজি ব্যাকরণের প্রয়োজনীয় দিক, বাক্যের কাঠামো এবং প্রায়োগিকভাবে শুদ্ধ উচ্চারণের নানা দিক নিয়ে কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তির সহায়তা নিতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে।
কে আহমেদ আলম বলেন, আইএসইউ’র উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের দিকনির্দেশনায় শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় শুদ্ধ ও সঠিক উচ্চারণে কথা বলার দক্ষতা বৃদ্ধিতে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাব ও রেমিডিয়াল ইংলিশ কোর্সের প্রচলন করা হয়।
আইএসইউ’র ইংরেজি বিভাগের প্রভাষক সুষ্মিতা হোসাইন খানের সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারী অধ্যাপক মো. শাহরিয়ার তালুকদার।