‘ধর্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায়’ স্থগিত ছাত্র ইউনিয়নের ঢাবি কমিটি

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের পরও যথাযথ পদক্ষেপ না নেওয়ায় স্থগিত করা হয়েছে ঢাবি কমিটি। সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
দপ্তর সম্পাদক রেজোয়ান হক মুক্ত স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।
একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক ইমেইল ও ফেসবুক পেজ কেন্দ্রীয় কমিটির কাছে কাছে হস্তান্তর করতে বলা হয়েছে। এ ছাড়া ছাত্র ইউনিয়নের নিপীড়নবিরোধী সেলকে ঘটনা তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগকারী আইনি ব্যবস্থা গ্রহণ করতে চাইলে সাংগঠনিকভাবে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি বিলুপ্তি প্রসঙ্গে ওই বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরও ঢাবি কমিটি অভিযুক্তের প্রতি সুস্পষ্ট নমনীয়তা প্রদর্শন করেছে। সাংগঠনিকভাবে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি না দিয়ে কেবল ফেসবুক পেজে পোস্ট করে দায় সারার চেষ্টা করা হয়েছে। সেখানেও সংগঠনের প্যাড, দপ্তর সম্পাদকের স্বাক্ষর ও তারিখ ব্যবহার করা হয়নি। এতে ‘ভিক্টিম ব্লেমিং’-এর সুযোগ সৃষ্টি হয়েছে। এমনকি ফেসবুকে দেওয়া পোস্টে ভিক্টিমের পরিচয় প্রকাশ পায় এমন তথ্য সরবরাহ করা হয়েছে।