জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাড়ল এমফিল-পিএইচডি’তে ভর্তির সময়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাড়ল এমফিল-পিএইচডি’তে ভর্তির সময়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত করা যাবে আবেদন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস এমএএম/অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমাও ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আরও জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম পূরণ করে বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা (এক হাজার) টাকা জমা দিয়ে আবেদনের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহ করতে হবে।

Author: 
এনটিভি অনলাইন ডেস্ক
News type: 
Web
Publish date: 
Tuesday, July 19, 2022 - 06:15
URL category: 
শিক্ষা
News category: 
শিক্ষা
শীর্ষ সংবাদ
অন্যান্য
Breadcrumb category: 
অন্যান্য