এবার বাণিজ্য মেলায় বিদেশিদের অংশগ্রহণ বাড়বে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার বিদেশিদের অংশগ্রহণ বাড়বে বলে মনে করছেন আয়োজকরা। মেলায় বাংলাদেশ ছাড়াও ২১টি দেশের প্যাভিলিয়ন ও স্টল বসবে। চলতি বছর ১৯টি দেশের ব্যাবসাপ্রিতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছিল।
রাজধানীর শেরেবাংলা নগরে আগামী ১ জানুয়ারি শুরু হবে ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ), ২০১৬। ওই দিন বিকেল সাড়ে ৩টায় এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক মাস ধরে চলবে এই মেলা। মেলার ব্যবস্থাপনায় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।
রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, এবার মেলায় ১৪টি ক্যাটাগরিতে মোট ৫৪৬টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে তিন ক্যাটাগরিতে মোট স্টল থাকবে ৩৪৭টি। জেনারেল, রিজার্ভ ও বিদেশি এই তিন ক্যাটাগরিতে মোট প্যাভিলিয়ন থাকবে ১১২টি। এ ছাড়া থাকবে ৫৬টি মিনি প্যাভিলিয়ন ও ২৬টি ফুড স্টলসহ পাঁচটি রেস্তোরাঁ।
দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ২১টি দেশের ব্যবসাপ্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, জাপান, চীন, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইরান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ব্রিটেন, জার্মানি, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ঘানা ও মরোক্কো।
বিদেশের ৫২টি প্যাভিলিয়ন, ২টি ছোট প্যাভিলিয়ন ও ১৪টি স্টল এরই মধ্যে বরাদ্দ পেয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে ৮০টি ক্লোজ সার্কিট ক্যামেরা মেলার বিভিন্ন জায়গায় স্থাপন করা হচ্ছে। এতে মেলার এলাকা নজরদারিতে রাখা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও বেসরকারি সিকিউরিটি প্রতিষ্ঠান নিরাপত্তার দায়িত্বে থাকবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মো. ইউসুফ আলী বলেন, ‘এবারের মেলায় ভারত, চীন, জাপানসহ ২১টি দেশ অংশ নিচ্ছে। এসব দেশের নাগরিকদের জন্যও থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে মেলার প্রস্তুতির সিংহভাগ কাজ শেষ হয়েছে। স্টলের মালিকরাও তাঁদের নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। আমরা সার্বক্ষণিকভাবে তদারকি করছি।’
গাড়ি পার্কিংয়ের এলাকাসহ এবারের মেলা প্রাঙ্গণের আয়তন নির্ধারণ করা হয়েছে ৩১ একর ৫৩ শতাংশ।
মেলায় দর্শনার্থীদের প্রবেশের জন্য থাকবে তিনটি গেট। এ ছাড়া ভিআইপিদের আসা-যাওয়ার জন্য পৃথক গেট রাখা হবে। প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ হাজার দর্শনার্থী মেলায় যাবেন বলে আশা করছে আয়োজকরা।
মেলার প্রবেশ ফি হিসেবে প্রাপ্তবয়স্কদের ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ২০ টাকা দিতে হবে।
মেলাপ্রাঙ্গণের সৌন্দর্য বাড়াতে এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন নামে একটি দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন থাকবে। এ ছাড়া মেলা প্রাঙ্গণে সুন্দরবনের আদলে ইকোপার্ক ও মেলায় আগত শিশুদের বিনোদনের জন্য থাকবে দুটি শিশুপার্ক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্থাপনা নির্মাণে কাজ করছেন শ্রমিকরা। নির্ধারিত সময়ের মধ্যেই এসব কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।