ওষুধ খাতের শেয়ারে বিনিয়োগের ঝোঁক

দেশের শেয়ারবাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার সূচক ও লেনদেন বেড়েছে। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের দাম না বাড়ায় সূচকে বেশি পয়েন্ট যোগ হয়নি। আজ ওষুধ ও রসায়ন খাতের শেয়ারে বিনিয়োগের ঝোঁক দেখা গেছে।
দেশের শেয়ারবাজারে বড় অংশ বিনিয়োগ আসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে। সরকার ও নিয়ন্ত্রণকারী সংস্থার কঠোরতার কারণে সম্প্রতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ থেকে সরে রয়েছে। আর গুজবের ওপর নির্ভর করে এক শ্রেণির বিনিয়োগকারীরা স্বল্পমূলধনী ও দুর্বল কোম্পানিতে বিনিয়োগ করছেন। তবে প্রান্তিকের আর্থিক চিত্র বিবেচনায় অনেকে খাতওয়ারি বিনিয়োগে ঝুঁকছেন বলে মনে করছে বাজার-সংশ্লিষ্টরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৩২২টি কোম্পানির আট কোটি ৪০ লাখ এক হাজার ৯৪৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩২০ কোটি ৬১ লাখ ৪২ হাজার ৫১৮ টাকা, যা আগের দিনের চেয়ে ৩০ কোটি নয় লাখ টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত ছিল ৫৩টির দাম।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আজ আগের দিনের চেয়ে ১৫.৪৬ পয়েন্ট বেড়ে ৪৫৫১.৫১, ডিএস-৩০ মূল্যসূচক ৬.০৬ পয়েন্ট বেড়ে ১৭২৮.৫৫ এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৩.৫৭ পয়েন্ট বেড়ে ১০৯৫.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ২২ কোটি ৮৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন বেড়েছে দুই কোটি ৪৩ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত ছিল ৪২টির দাম। সিএসইর সার্বিক সূচক আজ বেড়েছে ৪৮ পয়েন্ট। এ ছাড়া অন্যান্য সূচকেও ঊর্ধ্বগামী প্রবণতা ছিল।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, কাশেম ড্রাইসেল, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, সিভিও পিআরএল, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাপোলো ইস্পাত ও কেপিসিএল।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : গ্রামীণ-১, তৃতীয় আইসিবি, অ্যাপোলো ইস্পাত, মুন্নু সিরামিকস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, আমান ফিডস, আমরা টেকনোলজিস, হা-ওয়েল টেক্সটাইল, এইমস ১ম মিউচুয়াল ফান্ড ও মেট্রো স্পিনিং।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : জিল বাংলা সুগার, এক্সিম প্রথম মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল দ্বিতীয়, স্টাইল ক্র্যাফট, শমরিতা হাসপাতাল, ন্যাশনাল টিউবস, জেমিনি সি ফুড, জাহিন টেক্সটাইল ও পদ্মা লাইফ ইন্স্যুরেন্স।