ডিএসইতে লেনদেন বাড়লেও সূচক কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেন বাড়লেও সূচক কমেছে। কোনো খাতই সূচক বৃদ্ধিতে তেমন ভূমিকা রাখতে পারেনি।
এক মাসের বেশি সময় ধরে দেশের শেয়ারবাজারে পতনপ্রবণতা রয়েছে। বেশির ভাগ শেয়ারের দাম কমায় বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সব ধরনের বিনিয়োগকারী বাজারে ফিরছেন। ফলে লেনদেন বেড়েছে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা।
ডিএসইতে আজ ৩২০টি কোম্পানির ১০ কোটি ১৭ লাখ চার হাজার ৬৯১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪১৫ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা, যা আগের দিনের চেয়ে ৮৯ কোটি ৭৫ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৫১টির ও অপরিবর্তিত ছিল ৫১টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৪৬৩০.৫৭, ডিএস-৩০ মূল্যসূচক ১০.৯৯ পয়েন্ট কমে ১৭৫১.২১ এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৬.৫৮ পয়েন্ট কমে ১১০৯.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৮ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮৪ লাখ ৯৯ হাজার টাকা কম। লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত ছিল ৩২টির দাম।