ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেন ও সূচক বেড়েছে। তবে অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসইতে আজ ব্যাংকিং খাত লেনদেন বাড়াতে নেতৃত্ব দিয়েছে।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমদানি-রপ্তানি খাতে কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়। এতে বিনিয়োগকারীরা অনেকটা সতর্কতা অবলম্বন করেন। বাজারে নিম্নগামী প্রবণতা থাকায় অনেকে আতঙ্কিত হয়ে কয়েক দিন ধরে শেয়ার বিক্রি বাড়িয়েছিলেন। তবে আজ বাজারে ক্রয়চাপ বেড়েছে।
এদিকে চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস করেছে। এটি শেয়ারবাজারের জন্য ইতিবাচক লক্ষণ বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা।
ডিএসইতে আজ ৩১৬টি কোম্পানির ১৩ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার ৮৭৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪১৬ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা, যা আগের দিনের চেয়ে ৭৭ কোটি ৯৯ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ১০২টির ও অপরিবর্তিত ছিল ৩৮টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৪৮.০৩ পয়েন্ট বেড়ে ৪৭৭৬.১৫, ডিএস-৩০ মূল্যসূচক ১৮.৮৯ পয়েন্ট বেড়ে ১৮১৩.৫৯ ও ডিএসইএস শরিয়াহ সূচক ৮.৩৯ পয়েন্ট বেড়ে ১১৪৪.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। লেনদেন হয়েছে ৩০ কোটি ৬০ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দাম।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : ইউসিবিএল, মোজাফ্ফর হোসেন স্পিনিং, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট, সিটি ব্যাংক ও সাইফ পাওয়ার।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : বিএসসিসিএল, প্রিমিয়ার সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, আইসিবি এএমসিএল দ্বিতীয়, এনএলআই ১ম মিউচুয়াল ফান্ড, যমুনা ব্যাংক, আইসিবি সোনালী ১, বিএসআরএম স্টিল, এশিয়া ইন্স্যুরেন্স ও প্রাইম ১ আইসিবিএ।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : জিলবাংলা সুগার, মেঘনা পিইটি, বিডি ওয়েল্ডিং, সানলাইফ ইন্স্যুরেন্স, স্টাইলক্র্যাফট, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, আনোয়ার গ্যালভানাইজিং, মুন্নু সিরামিকস, লিগ্যাসি ফুট ও বিডি ল্যাম্পস।