সতর্কাবস্থায় বিনিয়োগকারীরা, লেনদেন কমছে

দেশের শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার সূচক ও লেনদেন কমেছে। কোনো খাতেই তেমন অগ্রগতি দেখা যায়নি। বাজার-সংশ্লিষ্টদের মতে, বেশির ভাগ বিনিয়োগকারী বিভিন্ন কোম্পানির চলতি প্রান্তিকের লাভ-লোকসান পর্যবেক্ষণ করে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন। ফলে তারা সতর্কতা অবলম্বন করছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) খাতওয়ারি বিশ্লেষণে দেখা গেছে, আজ ব্যাংক, বিমা ও মিউচুয়াল ফান্ড খাতের বেশির ভাগ শেয়ারের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। এ ছাড়া বেশির ভাগ খাতের শেয়ারের দর কমেছে।
ডিএসইতে আজ ৩১৫টি কোম্পানির ১১ কোটি ৬০ লাখ ৩৬ হাজার ৯০৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৬০ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার ৫৬৭ টাকা, যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি ৯১ লাখ টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত ছিল ৪১টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ১৯.২৭ পয়েন্ট কমে ৪৭৮১.৩৬, ডিএস-৩০ মূল্যসূচক ১১.৮২ পয়েন্ট কমে ১৮১৬.০০ এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৯.২৫ পয়েন্ট কমে ১১৪৯.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন কমেছে চার কোটি ৭১ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৩টি কোটি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, ট্রাস্ট ব্যাংক, সাইফ পাওয়ার, মোজ্জাফর হোসেন স্পিনিং মিলস, ফার কেমিক্যাল, ইউনাইটেড এয়ার, অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ ও প্রিমিয়ার সিমেন্ট।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : সানলাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড -১ স্কিম-১, রূপালী লাইফ, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রাইম-১ আইসিবিএ, আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ড ও মুন্নু সিরামিক।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : বিচ হ্যাচারি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, অলিম্পিক অ্যাকসেসোরিস, ওয়েস্টার্ন মেরিন, ট্রাস্ট ব্যাংক-১ মিউচুয়াল ফান্ড, অলটেক্স, সিএনএ টেক্সটাইল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও সিঙ্গার।