৩৩ লাখ শেয়ার কিনবেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালক

প্রিমিয়ার ব্যাংকের পরিচালক ফৌজিয়া কেজা বানু এই কোম্পানির ৩৩ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে বাজার দামে এসব শেয়ার কেনা হবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল আট টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ নয় টাকা। গতকাল দিন শেষে এর দাম দাঁড়ায় আট টাকা ৮০ পয়সা।
২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৬২০ কোটি টাকা। বাজারে শেয়ার রয়েছে ৬২ কোটি ৭৩ হাজার ৭০৩টি।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।