ডিএসইতে ৭৪ শতাংশ শেয়ারের দাম কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার ৭৪ শতাংশ শেয়ারের দাম কমেছে। বিক্রির চাপ বাড়ায় লেনদেনও উল্লেখযোগ্য পরিমাণ কমেছে।
ডিএসইতে আজ ৩২২টি কোম্পানির নয় কোটি ৫৩ লাখ ৯৭ হাজার ৫৫৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৩৬ কোটি ৮০ লাখ ৫৭ হাজার ৮৭৮ টাকা, যা আগের দিনের চেয়ে ৮৭ কোটি ৪৩ লাখ টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৪২.৩৬ পয়েন্ট কমে ৪৮১৪.৬১, ডিএস-৩০ মূল্যসূচক ১৬.৬৬ পয়েন্ট কমে ১৮৩৪.৬১ এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১২.০২ পয়েন্ট কমে ১১৭০.১১ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ২২ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন কমেছে তিন কোটি ৯৬ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৬টি কোটি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির দাম।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : ফার কেমিক্যাল, সাইফ পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট অ্যালাইন্স পোর্ট, স্কয়ার ফার্মা, আমান ফিডস, এসিআই লিমিটেড, গ্রামীণফোন, কাশেম ড্রাইসেল ও বিএসআরএম স্টিল।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : রহিম টেক্সটাইল, চতুর্থ আইসিবি, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার, এফবিএফ আইএফ, প্যারামাউন্ট টেক্সটাইল, আইসিবি ১ম এনআরবি, পপুলার ১ম মি. ফা., ডিবিএইচ ১ম মি. ফা. ও প্রিমিয়ার সিমেন্ট।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : ইবিএল ১ম মি. ফা., প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, আমান ফিডস, বিডি ফাইন্যান্স, এপেক্স ফুডস, ইবিএল এনআরবি মি. ফা., সাফকো স্পিনিং, এপেক্স ট্যানারি ও সোনার গাঁও টেক্সটাইল।