দুই বছরের মধ্যে সর্বোচ্চ কাশেম ড্রাইসেলের দাম

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাশেম ড্রাইসেলের শেয়ারদর দাঁড়িয়েছে দুই বছরের মধ্যে সর্বোচ্চ। গত বৃহস্পতিবার এর দাম ৮০ টাকা। গত সপ্তাহে এর দাম বেড়েছে ১৫ টাকা ৬১ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৬৯ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ৮০ টাকা। সর্বশেষ কার্যদিবস এর দাম বাড়ে ১ টাকা ৫০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৪৪ দশমিক ১২।২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানি কর্তৃপক্ষ ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৫৫ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৫৩ টাকা ৮৫ পয়সা।
১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩৬ টাকা ৮০ পয়সা। মোট শেয়ার ৩ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার ৪৮৮টি।