টানা তিন কার্যদিবস লেনদেন কমেছে

দেশের উভয় শেয়ারবাজারে কয়েকদিন ধরে একই প্রবণতায় লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ টানা তিন কার্যদিবস কমেছে। তবে সূচক বেড়েছে। আজ মঙ্গলবার লেনদেনের শুরুতে শেয়ার কেনার চাপ বাড়লেও পরবর্তী সময়ে বিক্রির চাপ বেড়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৩২৩টি কোম্পানির ১১ কোটি ৩১ লাখ ৮৪ হাজার ৫৬৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪২০ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ২০৪ টাকা, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি ৬০ লাখ টাকা কম। লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত ছিল ৫০টির।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ১৫.৬১ পয়েন্ট বেড়ে ৪৮০১.৮১, ডিএস-৩০ মূল্যসূচক ১২.৭৩ পয়েন্ট বেড়ে ১৮৩৭.৬৬ এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৪.৯৫ পয়েন্ট বেড়ে ১১৮০.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ২৬ কোটি তিন লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১০৯টির ও অপরিবর্তিত ছিল ২৭টির। সিএসইর সার্বিক সূচক বেড়েছে ৬২ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : বেক্সিমকো ফার্মা, বিএসআরএম লিমিটেড, আমান ফিড, ইসলামী ব্যাংক, আলহাজ টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ার, ইফাদ অটোস ও অ্যাপোলো ইস্পাত।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : পাওয়ার গ্রিড, আমান ফিড, হাক্কানী পাল্প, বিএসআরএম লিমিটেড, অ্যাপোলো ইস্পাত, এপেক্স ফুটওয়্যার, ইসলামী ব্যাংক, ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ড, মুন্নু সিরামিকস ও এক্সিম প্রথম মিউচুয়াল ফান্ড।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : সোনারগাঁও টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ, সাভার রিফ্র্যাক্টরিজ, রূপালী লাইফ, ন্যাশনাল টিউবস, রহিমা ফুড, বিডি ল্যাম্পস ও ইমাম বাটন।