বিমা খাতের শেয়ারের দামে ঊর্ধ্বগতি

দেশের শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বড় অঙ্কের বিনিয়োগের চেয়ে খাতভিত্তিক কৌশলী বিনিয়োগের ঝোঁক দেখা যাচ্ছে। আর বাজারের গতি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখা আর্থিক খাতেও আগ্রহ কমেছে। তবে কয়েকদিন ধরে বিমা খাতের দিকে বিনিয়োগকারীরা মনোযোগী হয়ে উঠেছেন। এতে এ খাতের বেশির ভাগ শেয়ারের দাম আজ রোববার বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বিমা খাতের ৪৬টি কোম্পানির মধ্যে ৩৫টির দাম বেড়েছে, কমেছে আটটির ও অপরিবর্তিত ছিল তিনটির দাম। আজ বস্ত্র খাতের শেয়ারের দামে মিশ্রভাব ছিল। ব্যাংকিং খাতের ৩০টি কোম্পানির মধ্যে ছয়টি কোম্পানির দাম বেড়েছে। আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩টি কোম্পানির মধ্যে মাত্র দুটির দাম বেড়েছে।
ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ ছিল ৪৫৭ কোটি ৫৪ লাখ ৫৫ হাজার টাকা, যা আগের দিনের চেয়ে নয় কোটি ২৫ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত ছিল ৪৯টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৮.১৫ পয়েন্ট বেড়ে ৪৭৬৮.৩০ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৪ ও ডিএসইএস শরিয়াহ সূচক ১.৫ পয়েন্ট বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৩০ কোটি ২০ লাখ ৪৫ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১১৬টির ও অপরিবর্তিত ছিল ২৪টির দাম। সিএসইর সার্বিক সূচক বেড়েছে দশমিক ২২ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : বিএসআরএম লিমিটেড, আমান ফিড, লাফার্জ সুরমা, এসিআই, আলহাজ টেক্সটাইল, ফার কেমিক্যাল, রেনাটা, মতিন স্পিনিং, ইউনাইটেড এয়ার ও এমারাল্ড অয়েল।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : মডার্ন ডায়িং, দেশবন্ধু পলিমার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইলস, অ্যারামিট, কেঅ্যান্ডকিউ, উসমানিয়া গ্লাস, পপুলার লাইফ, রূপালী লাইফ ও এসিআই ফর্মুলেশনস।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : এক্সিম ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, মুন্নু সিরামিক, আমান ফিড, স্ট্যান্ডার্ড সিরামিক, অ্যারামিট সিমেন্ট, আনোয়ার গ্যালভানাইজিং, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, বিডি অটোকারস, প্রিমিয়ার সিমেন্ট ও লিগ্যাসি ফুটওয়্যার।