ময়মনসিংহে গুদাম করবে বিএসআরএম লিমিটেড

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের পরিচালনা পর্ষদ ময়মনসিংহের কোতোয়ালির চরখাইয়ে গুদাম (ওয়্যারহাউস) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য প্রায় ছয় কোটি ২০ লাখ টাকা দিয়ে ১৬০ দশমিক ২৫ শতাংশ জমি কিনবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ১৭৩ কোটি ৩৬ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৬৯১ কোটি ৪২ লাখ টাকা। বাজারে এর শেয়ারসংখ্যা ১৭ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৫৬১টি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৫৭ দশমিক ১১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩ দশমিক ২৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ৩০ দশমিক ৫৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ শেয়ার।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১০৬ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ১২০ টাকা ৮০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত ৫৫ দশমিক ১৪।