ব্যাংকের বড় দরপতন, আর্থিক প্রতিষ্ঠানের উত্থান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ব্যাংক খাতের বড় দরপতন হলেও আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের দামে উত্থান দেখা গেছে। তবে ডিএসইর সব সূচক ও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
খাত ওয়ারি পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে আজ ব্যাংকিং খাতের ৩০টি কোম্পানির মধ্যে ২১টি কোম্পানি দাম হারিয়েছে, বেড়েছে চারটির আর অপরিবর্তিত ছিল পাঁচটির দাম।
আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩টি কোম্পানির মধ্যে ২২টির দাম বেড়েছে। আর বিমা খাতের বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। জ্বালানি খাতের ১৮টি কোম্পানির মধ্যে ১৫টির দাম কমেছে। তবে আজ মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। এ ছাড়া অন্যান্য খাতের বেশির ভাগ শেয়ারের দাম কমেছে।
ডিএসইতে আজ লেনদেন পরিমাণ ছিল ৪১৫ কোটি ৭৩ লাখ এক হাজার টাকা, যা আগের দিনের চেয়ে ২৯ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা কম। লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৫টির ও অপরিবর্তিত ছিল ৩৮টির।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ২৬.০২ পয়েন্ট বেড়ে ৪৭৫৮.৪৩ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ১১ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ৭.৮৬ পয়েন্ট বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ২৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া ২৬০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ১৩৭টির ও অপরিবর্তিত ছিল ৩৮টির দাম। সিএসইর সার্বিক সূচক কমেছে ৫৮ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, আমান ফিড, ইউনাইটেড এয়ার, এমারেল্ড অয়েল, লংকাবাংলা ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি, লাফার্জ সুরমা সিমেন্ট ও অরিয়ন ইনফিউশন।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : মুন্নু সিরামিকস, লিগ্যাসি ফুটওয়্যার, ইসলামি ইন্স্যুরেন্স, হাক্কানী পাল্প, মুন্নু স্টাফলার, আইপিডিসি, বিডি ওয়েল্ডিং, ন্যাশনাল টিউবস্, অ্যারামিট সিমেন্ট ও লংকাবাংলা ফাইন্যান্স।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : জুট স্পিনার্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ১ আইসিবিএ, সাভার রিফ্র্যাক্টরিজ, প্রথশ আইসিবি, শমরিতা হাসপাতাল, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও ডিবিএইচ।