এক লাখ শেয়ার কিনবেন গ্লোবাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা

বিমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা শওকত রেজা এক লাখ শেয়ার কেনার ইচ্ছা ব্যক্ত করেছেন। ৩০ কার্যদিবসের মধ্যে বাজার দামে এসব শেয়ার কেনা হবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দাম ১২ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ১৪ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন শেষে এর দাম দাঁড়ায় ১২ টাকা ৮০ পয়সা।
২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২৯ কোটি ৭৬ লাখ টাকা। রিজার্ভে রয়েছে পাঁচ কোটি ৫৯ লাখ টাকা। বাজারে এর শেয়ার রয়েছে দুই কোটি ৯৭ লাখ ৬২ হাজার ২২৪টি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৪ দশমিক ১৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৬ দশমিক ১৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৯ দশমিক ৬৭ শতাংশ।