শুরুতে উত্থান থাকলেও কমেছে সূচক ও লেনদেন

দেশের প্রধান দুই শেয়ার বাজারেই দিবসের শুরুতে লেনদেন ও সূচকের উত্থান থাকলেও দিনের শেষে উভয় বাজারে পতন দিয়ে কার্যদিবস শেষ করেছে। আজ মঙ্গলবার উভয় বাজারেই লেনদেনের সাথে কমেছে সূচক।
ডিএসইতে আজ লেনদেন ৩২০টি কোম্পানির ১৩ কোটি ৩১ লাখ ১৪ হাজার ২৪১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৪৪ কোটি ৮০ লাখ আট হাজার টাকা, যা আগের দিনের চেয়ে ২৮ কোটি ৯৮ লাখ ৯৩ হাজার টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৭২টির ও অপরিবর্তিত ছিল ৪০টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৭.৪৫ পয়েন্ট কমে ৪৭৮৪.৪৬ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ২.৪৪ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ২.১০ পয়েন্ট কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।লেনদেন হওয়া ২৫৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১৫৫টির ও অপরিবর্তিত ছিল ২১টির দাম। সিএসইর সার্বিক সূচক কমেছে ৬১ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : আমান ফীড, ইউনাইটেড এয়ারওয়েজ, লিন্ডে বিডি, এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা, কেপিসিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম লিমিটেড ও গ্রামীন ফোন।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : আইসিবি এমপ্লয়ী মিউচুয়াল ফান্ড-১ স্কীম-১, সানলাইফ ইন্সুরেন্স, রূপালি ইন্সুরেন্স, আমরা টেকনোলজি, লিন্ডে বিডি, প্রাইম লাইফ, ডিবিএইচ ১ম মিউচুয়াল ফান্ড, দেশ গার্মেন্ট, পিপলস ইন্সুরেন্স ও প্রাইম প্রথম আইসিবিএ।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, গ্রামীন ১, গ্রামীন স্কীম-২, এবিবি প্রথম মিউচুয়াল ফান্ড, এক্সিম প্রথম মিউচুয়াল ফান্ড, পপুলার প্রথম মিউচুয়াল ফান্ড, জুট স্পিনার্স, এআইবিএল প্রথম ইসলামি মিউচুয়াল ফান্ড, হাক্কানী পাল্প ও বিডি অটোকারস।