সতর্কাবস্থায় বিনিয়োগকারীরা, লেনদেন বাড়ছে না

শেয়ারবাজারের বিনিয়োগকারীরা বর্তমানে সতর্কাবস্থায় রয়েছেন। একদিন লেনদেন বাড়লেও আরেক দিন কমছে। ফলে চাঙ্গাভাব দেখা যাচ্ছে না।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেন কমলেও প্রধান সূচক বেড়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সূচক ও লেনদেন উভয়ই কমেছে।
ডিএসইতে আজ লেনদেন ৩১৯টি কোম্পানির ১২ কোটি ৬৭ লাখ ছয় হাজার ৯৪৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৩৪ কোটি নয় লাখ ১৮ হাজার ৫৬২ টাকা, যা আগের দিনের চেয়ে ৬৪ লাখ ৫০ হাজার টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ১১২টির ও অপরিবর্তিত ছিল ৩৬টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৬.৯৩ পয়েন্ট বেড়ে ৪৭৭২.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৪ পয়েন্ট কমে ১৮১৯.১৬ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১.৭৯ পয়েন্ট কমে ১১৭৫.৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৯১টির ও অপরিবর্তিত ছিল ২৯টির দাম। সিএসইর সার্বিক সূচক কমেছে ৬ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : আমান ফিড, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার, এমারেল্ড অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, লিন্ডে বিডি, ইউনাইটেড পাওয়ার ও বারাকা পাওয়ার।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : হাক্কানী পাল্প, এআইবিএল ১ম মি. ফা., বিডি ল্যাম্পস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, মেট্রো স্পিনিং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সিএমসি কামাল, এনসিসি ব্যাংক মি. ফা.১, ও ইসলামিক ফাইন্যান্স।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : মডার্ন ডায়িং, ইবিএল ১ম মি. ফা., ১ম জনতা মি. ফা., ট্রাস্ট ব্যাংক ১ মি. ফা., জেমিনি সি ফুড, আইসিবি ১ম এনআরবি, ইস্টার্ন লুব্রিক্যান্টস, আইএফআইসি ১ম মি. ফা., এপেক্স ফুডস ও কাশেম ড্রাইসেল।