উত্থান-পতনে বেড়েছে লেনদেন ও সূচক

দেশের প্রধান দুই শেয়ারবাজার সপ্তাহের শেষ দিন উত্থান-পতনের মধ্য দিয়ে দিনশেষ করলেও বেড়েছে লেনদেন ও সূচক। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত দিবসের চেয়ে ১৪৯ কোটি ৭৬ টাকা বা ৪৩ শতাংশ লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৪৯৮ কোটি ৫৯ লাখ টাকা আর উত্থান-পতন শেষে সূচক বেড়েছে এক দশমিক ৮৪ পয়েন্ট।
বুধবার সূচক ৩৯ পয়েন্ট বাড়লেও বৃহস্পতিবার বড় ধরনের পরিবর্তন ছাড়াই শেষ হয়েছে দিনের লেনদেন। গতকাল বুধবার সাড়ে ৩৫০ কোটি টাকার কম হলেও বৃহস্পতিবার ৫০০ কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে।
বৃহস্পতিবার লেনদেন বৃদ্ধিতে আমান ফিডের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। এ কোম্পানির লেনদেন হয়েছে ৬০ কোটি ৫৮ লাখ এক হাজার টাকার শেয়ার। ডিএসইর মোট লেনদেনের ১২ শতাংশেরও বেশি লেনদেন হয়েছে এ কোম্পানির। মঙ্গলবার থেকে লেনদেন শুরু হওয়ার পর থেকে এ কোম্পানি শীর্ষস্থানে রয়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮২৩ পয়েন্টে।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনে এগিয়ে থাকা ১০ কোম্পানি হচ্ছে- আমান ফিড লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, লিন্ডে বিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইবনে সিনা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ কোম্পানি হলো আনোয়ার গ্যালভানাইজিং, বিচ হ্যাচারি, এআইবিএল প্রথম ইসলামী মিউচুয়াল ফান্ড, ফু-ওয়াং সিরামিকস, লিগ্যাসি ফুটওয়্যার, জেমিনী সি ফুড, এপেক্স ফুডস, মার্কেন্টাইল ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, গোল্ডেন হারভেস্ট ও লিন্ডে বিডি।
বেশি দর হারানো দশ কোম্পানি হলো- আইসিবি প্রথম এনআরবি, প্রাইম ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, আইসিবি সোনালী ১, আইএফআই ইসলামী মিউচুয়াল ফান্ড-১, প্রাইম ১ আইসিবিএ, আইসিবি তৃতীয় এনআরবি, আমান ফিড, আইসিবি এএমসিএল ২য়, আইসিবি এমপ্লয়ি মিউচুয়াল ফান্ড-১ স্কিম ১ ও আইসিবি দ্বিতীয় এনআরবি।
এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৮ কোটি ৭১ লাখ ৫৫ হাজার ৮৯৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টি কোম্পানির, দর কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির।