মাহবুবুল আলম আবার চিটাগং চেম্বারের সভাপতি

চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি পদে মাহবুবুল আলম আবার নির্বাচিত হওয়ায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যবসায়ীরা। ছবি : এনটিভি
চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি পদে মাহবুবুল আলম পুনরায় নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার সকালে চেম্বার মিলনায়তনে ২০১৫-১৬ মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৪ জন পরিচালকের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফৌজুল মোবিন খান। এ সময় সভাপতি ছাড়াও সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে যথাক্রমে নূরুন নেওয়াজ সেলিম ও সৈয়দ জামাল আহমেদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতার আহ্বান জানান নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম।