‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত বিএসআরএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) কোম্পানিটি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে কোম্পানিটি নতুন ক্যাটাগরিতে লেনদেন করবে।
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়। চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ৪৩১ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬৭ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৫২ টাকা ৯৪ পয়সা।
২০১৫ সালে ‘এন’ ক্যাটাগরিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ১৭৭ কোটি ৩৬ লাখ টাকা।
এ কোম্পানির মোট শেয়ার ১৭ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৫৬১টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৫৭.১১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩.২৫, বিদেশি বিনিয়োগকারীদের ৩০.৫৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৯.০৯ শতাংশ।