দেখতে দেখতে কেটে গেল বন্ধুত্বের ২৫ বছর

বন্ধুত্বের রজতজয়ন্তী উদযাপন করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৬-৯৭ ব্যাচ। বন্ধুত্বের ২৫ বছর উপলক্ষে আনন্দ হৈ-হুল্লোড়, স্মৃতি চারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে গত শনিবার দিনটি উদযাপন করে তারা।
নারায়ণগঞ্জের ফতুল্লার অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৬-৯৭ সেশনের শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ফোরাম’ এ উপলক্ষে ফ্যামিলি ডে-২০২১ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে শিশুসহ পরিবারের সদস্যরা আনন্দে মেতে ওঠেন। বন্ধুরা আনন্দ আড্ডায় স্মৃতি খুঁজে ফিরেন।

খোরশেদ আলম আকাশের উপস্থাপনায় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইকবাল মাহমুদ বাবলু, রজতজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মশিউর রহমান টিপু বক্তব্য দেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে জাদুসহ ক্লোজআপ ওয়ান তারকা পলাশ, চ্যানেল আই সেরাকণ্ঠের তিন্নিসহ কয়েকজন শিল্পী সংগীত পরিবেশন করেন। এ ছাড়া নৃত্য পরিবেশন করেন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।