জুলাই গণহত্যা
আবু সাঈদ হত্যায় ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ চলছে

২০২৪ সালের ১৬ জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে ছয় নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন সিয়াম আহসান আয়ান। গুলিবিদ্ধ হওয়ার পর তিনিই আবু সাঈদকে হাসপাতালে নিতে সর্বপ্রথম এগিয়ে আসেন। অর্থাৎ তাকে বাঁচাতে চেয়েছিলেন তিনি। নিজের জবানবন্দিতে আজ সেদিনের বর্ণনা তুলে ধরছেন এই সাক্ষী।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন সহিদুল ইসলাম ও মঈনুল করিম। সঙ্গে রয়েছেন আবদুস সোবহান তরফদার।
এর আগে, ১৪ সেপ্টেম্বর পঞ্চম দিনের মতো জেরা শেষ হয়। ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান আনিসুর রহমানকে জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। দিনভর জেরা শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়।