তেজগাঁওয়ে মিছিলের ঘটনায় আ.লীগের এক নেতা কারাগারে

রাজধানীর তেজগাঁও এলাকায় মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এসএম আশরাফুল আলম আসকরের (৬০) জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামির পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়।
মামলার নথি থেকে জানা গেছে, গতকাল বিকেল ৩টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আশরাফুলকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ককটেল বিস্ফোরণের ঘটনায় এ মাসের ৭ তারিখে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক একেএম নিয়াজউদ্দিন মোল্লা।
এজাহারে বলা হয়েছে , ৭ সেপ্টেম্বর দুপুরের দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে পাকারাস্তায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল করে। এক পর্যায়ে রাষ্ট্রকে অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ১টা ৩৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য মিরাজুল ইসলামকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।