বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া চলছে

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স সাত দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল’ শীর্ষক যৌথ মহড়া চলছে চট্টগ্রামে।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটিতে মহড়ার ষষ্ঠ দিনে আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ধরনের মহড়া চালানো হয়। এ মহড়ার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে গুরুতরভাবে আহত রোগী পরিবহণ এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর অনুশীলনের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
এর আগে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে মহড়ার কার্যক্রম শুরু হয়। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মোট ২৪২ সদস্য অংশ নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ১৫০ এবং যুক্তরাষ্ট্রের ৯২ সদস্য রয়েছেন।
মহড়ায় যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০জে পরিবহণ বিমান, বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহণ বিমান ও একটি এমআই-১৭ হেলিকপ্টার অংশ নিচ্ছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন।
অনুশীলনে অংশগ্রহণকারীরা উদ্ধার অভিযান (মেডিভ্যাক), জঙ্গলে টিকে থাকার কৌশল, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ, সমুদ্র ও বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং মানবিক সহায়তা কার্যক্রমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া প্যারাসুট ও লিটার রিগিং, কমব্যাট রাবার রেইডিং ক্রাফট (সিআরআরসি) এবং দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনার মতো জটিল ক্ষেত্রের বিষয়েও অনুশীলন হচ্ছে।
এ ছাড়া স্থলভাগে যুদ্ধকালীন প্রস্তুতির জন্য কমব্যাট ট্র্যাকিং সারভাইভাল এক্সারসাইজ অন্তর্ভুক্ত করা করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের কমান্ডার ডেলা ক্রুজ বলেন, কমব্যাট ট্রাকিংয়ের মাধ্যমে শত্রুর গতিবিধি শনাক্তকরণ, গোপন গতিবিধি অনুসরণ ও কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করার দক্ষতাও অনুশীলন করা হচ্ছে।
সারভাইভাল অনুশীলনের মাধ্যমে প্রতিকূল পরিবেশে সীমিত সম্পদ ব্যবহার করে বেঁচে থাকার কৌশল, খাদ্য ও পানীয় সংগ্রহ, আত্মগোপন এবং শত্রু থেকে নিরাপদে মুক্ত হওয়ার কৌশল বিষয়ে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করা হচ্ছে।
গ্রুপ ক্যাপ্টেন এম ডি আবু হেনা আল মামুন বলেন, এ মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের বিমানবাহিনীর জরুরি সংকটকালীন পরিস্থিতি ও যুদ্ধকালীন অভিযানে একসঙ্গে কাজ করার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর ১৫০ জনসহ ২৪২ জন অংশ নিচ্ছেন।
এ মহড়া দুই দেশের মধ্যে সমন্বয় রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তৈরি সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্স।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মহড়া উদ্বোধন করেন।
বিমান বাহিনীর সদস্যরা জানিয়েছেন, এ মহড়া দুই দেশের বিমানবাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। একইসঙ্গে চিকিৎসা, প্রকৌশল ও লজিস্টিক বিশেষজ্ঞরা স্থানীয় জনগণকে সেবা প্রদান করবে, যা দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।