চরফ্যাশনে খানাখন্দে ভরা রসুলপুর-ভাসানচর সড়ক

ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের হলুদ দালান মেইন সড়ক থেকে ভাসানচর বেড়িবাঁধ পর্যন্ত চার কিলোমিটার সড়কের বেশিরভাগ কার্পেটিং উঠে গেছে। খানাখন্দে ভরা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সরেজমিন গিয়ে দেখা যায়. কোথাও কাদামাটির ঢিবি, কোথাও আবার বড় বড় গর্ত তৈরি হয়েছে। যানবাহন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগী পরিবহণে দেখা দিয়েছে দুর্ভোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সালের ৭ জানুয়ারি সড়কটি নির্মাণ করা হয়েছিল। এরপর থেকে কোনো সংস্কার করা হয়নি। ফলে ধীরে ধীরে পুরো কার্পেটিং উঠে গিয়ে সড়কটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
রসুলপুরের বাসিন্দা আবু তাহের মাঝি বলেন, এই সড়ক দিয়ে রসুলপুর ইউনিয়নের ৪ ও ৭ নম্বর ওয়ার্ড ও চরমানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডসহ আশপাশের হাজার হাজার মানুষ চলাচল করে। রোগী হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এই এলাকার চা-দোকানি জাহাঙ্গীর জানান, গত পাঁচ বছর ধরে কার্পেটিং উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে গাড়ি চলাচল ও পথচারী সবাই ঝুঁকিতে আছে।
চরফ্যাশন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাদ জগলুল ফারুক বলেন, সড়ক সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ওই সড়কটির কাজ শুরু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, গ্রামবাসীর ভোগান্তির বিষয়টি আমি জেনেছি। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।