সংসদীয় আসন বিভাজনের প্রতিবাদে বাগেরহাটে হরতাল-অবরোধের ডাক

বাগেরহাটের সংসদীয় আসন কমানো এবং অন্যান্য আসনের সীমানা বিভাজনের প্রতিবাদে হরতাল-অবরোধের ডাক দিয়েছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদরের ধানসিঁড়ি হোটেল মিলনায়তনে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটি সপ্তাহব্যাপী কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম ও সদস্য মনিরুল ইসলাম খাঁন জানান, কর্মসূচির মধ্যে রয়েছে—আগামীকাল রোববার জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ প্রদর্শন ও লিফলেট বিতরণ। সোমবার জেলাজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল-অবরোধ। মঙ্গলবার জেলার সব উপজেলায় বিক্ষোভ কর্মসূচি। বুধবার ও বৃহস্পতিবার জেলাজুড়ে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল-অবরোধ। এই কর্মসূচি শেষে নতুন করে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।
সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতারা বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি আসন কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে গেজেট প্রকাশ করেছে। তারা বলেন, ‘আমরা বাগেরহাটবাসী এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেব না। আমাদের আসন ফিরে পেতে কঠোর কর্মসূচিতে যাব।’
এর আগে নির্বাচন কমিশন সংসদীয় আসনের খসড়া প্রকাশ করলে বাগেরহাটবাসী তাতে আপত্তি জানায়। সেই আপত্তির পর কমিশন আসন বিভাজনে নতুনত্ব আনলেও একটি আসন কমিয়ে দিয়েছে। তাই বাগেরহাটের চারটি আসনই বহাল রাখার দাবি জানিয়েছে সর্বদলীয় সংগ্রাম কমিটি।