সামাজিক নিরাপত্তা শুধু দাতব্য খাত নয়, মানবিক অঙ্গীকার : সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন,সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয়, মানবিক অঙ্গীকার।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারে কেবিনেট ডিভিশন আয়োজিত ন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল প্রটেকশন-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন উপদেষ্টা।
শারমীন এস মুরশিদ বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার মূল্যবোধ এবং ২৪ এর জুলাইয়ের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বিষয় ছিল সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কাঠামোগত সংস্কার করে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। রাষ্ট্রের প্রথম কর্তব্য হলো প্রতিটি নাগরিকের মর্যাদা, খাদ্য, আশ্রয়, স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করা।
শারমীন এস মুরশিদ বলেন, কাউকে পেছনে ফেলে রাখা নয়, জনগণের সংগ্রাম থেকে জন্ম নেওয়া বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আমাদের অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল হতে হবে এবং দেশের সব ক্ষেত্রে প্রবৃদ্ধিতে পৌঁছাতে হবে, যেখানে আমরা গত ৫০ বছরে পৌঁছাতে পারিনি।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে এই কর্মসূচিগুলোর আরও কার্যকর বাস্তবায়ন এবং উপকারভোগীদের চাহিদা অনুযায়ী নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে।
নারী, শিশু, প্রতিবন্ধী, প্রবীণ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বাড়ানো প্রয়োজন বলেও উল্লেখ করেন সমাজকল্যাণ উপদেষ্টা।
সম্মেলনের সমাপনী অধিবেশনে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গবেষক এবং নাগরিক সমাজের সদস্যরা। অংশগ্রহণকারীরা সামাজিক নিরাপত্তা কাঠামোর উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।