দ্বিতীয় স্ত্রীর করা হত্যা মামলায় সাংবাদিক নুরুল হকের মরদেহ উত্তোলন

জামালপুরের প্রবীণ সাংবাদিক নুরুল হকের মৃত্যুর আট মাস পর আদালতের নির্দেশে তার মরদেহ উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের গোবিন্দপুর কাঠপাড়া এলাকায় পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহটি তোলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর হোসেন। মরদেহ তোলার পর পিবিআই জামালপুরের এসআই মোশারফ হোসেন ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
২০২৪ সালের ২১ ডিসেম্বর রাতে জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা যান সাংবাদিক নুরুল হক জঙ্গি (৭৫)। পরের দিন তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চলতি বছরের ১৩ মার্চ নিহত নুরুল হকের দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াসমিন রুমা জামালপুর আদালতে একটি হত্যা মামলা করেন (সিআর মামলা নং ৩৮৪)। মামলায় তার প্রথম স্ত্রী খায়রুন্নেছা কাজলী, জামাতা জুলহাস উদ্দিন, দুই মেয়ে জেবুন্নেছা কাকলী ও জিনাতুননেছা কণা এবং পত্রিকার অফিসের স্টাফ দেলোয়ার হোসেনকে আসামি করা হয়।
পরবর্তী সময়ে আদালত মামলাটির তদন্তভার পিবিআইয়র ওপর অর্পণ করেন। তদন্তের স্বার্থে গত ১ জুলাই পিবিআই আদালতে মরদেহ তোলার আবেদন করে।
পিবিআই পরিদশৃক মোশারফ হোসেন বলেন, মামলার প্রকৃত রহস্য উদঘাটনের স্বার্থে আদালতের নির্দেশে মরদেহ তোলা হয়।
ইউএনও এস এম আলমগীর হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সাংবাদিক নুরুল হকের মরদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।