‘নির্বাচন নস্যাৎ করতে জামায়াত ধর্ম ব্যবসা শুরু করেছে’

নির্বাচনকে নস্যাৎ করতে জামায়াত নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, জান্নাতের টিকিট কাটার মতো কথা বলে জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করছে ও ধর্ম ব্যবসা শুরু করেছে। কিন্তু তারা জানে না, ওই বিলে আগে থেকে বক আছে। তাই তারা খুব একটা সুবিধা করতে পারবে না। তাদের ধর্ম ব্যবসা ত্যাগ করতে হবে।
আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলা সদরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিব উন নবী খান সোহেল এ মন্তব্য করেন।
বিএনপি নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে উল্লেখ করে হাবিব উন নবী খান সোহেল বলেন, বিএনপি নির্বাচনে গেলে জয়লাভ করবে—এই আশঙ্কায় কেউ কেউ নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলছেন। তারা কখনও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, কখনও বলছে আগে সংস্কার চাই, আবার কখনও আগে বিচারের কথা বলছে।
হাবিব উন নবী খান সোহেল আরও বলেন, সংস্কার বিএনপিও চায়। সংস্কার চলতেই থাকবে। শুধু প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন সম্পন্ন করে বিজয়ী দল বাকি সংস্কার ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে হত্যা, গুম, খুন ও মানুষের অধিকার হরণের বিচার সম্পন্ন করবে। সংস্কার ও বিচার চলতেই থাকবে।
হাবিব উন নবী খান সোহেল আরও বলেন, যতবার এ দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপিকে জয়যুক্ত করেছে। এই আশঙ্কাতেই কেউ কেউ ভিন্ন ভিন্ন প্রসঙ্গের অবতারণা করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। জন রায়কে ঠেকানোর চেষ্টা করা হলে শহীদ জিয়ার সৈনিকরা আবারও জীবন দিবে, আবারও গুম হবে কিন্তু জনগণের রায়কে বাংলাদেশের প্রতিষ্ঠিত করেই ছাড়বে।
এর আগে পতাকা উড়িয়ে, জাতীয় ও দলীয় সঙ্গীত গেয়ে আগত নেতাদের নেতৃত্বে সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলন উদ্বোধক ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম।
বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্ব সম্মতিক্রমে শেখ মুজিবুর রহমান ইকবালকে সভাপতি, মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক এবং মোস্তাফিজুর রহমান মামুন ও মোহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে বাজিতপুর উপজেলা বিএনপির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।