বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাস ‘মাঝারি’

বায়ুদূষণে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার প্রায়ই প্রথম দিকে থাকতে দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তাকে। আজ এই তালিকার শীর্ষে উঠে এসেছে শহরটি। কম বৃষ্টিপাত, যানবাহন ও শিল্প কারখানার বিষাক্ত ধোঁয়া ও খোলা পরিবেশে বিভিন্ন জিনিসপত্র জ্বালানোর কারণে জার্কাতার বায়ুদূষণের মাত্রা বাড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আইকিউএয়ার।
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ১৭১ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করছিল জাকার্তা। বায়ুমান সূচক অনুযায়ী, এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
আইকিউএয়ার বলছে, সাধারণত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত জাকার্তার আবহাওয়া শুষ্ক থাকে। এ সময় শহরটির বায়ুদূষণের মান বাড়তে দেখা যায়।
একই সময়ে ১৫২ ও ১৪৩ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা ও কঙ্গোর কিনশাসা।
এদিকে, ঢাকার বাতাসের মান আজও ‘মাঝারি’ পর্যায়ে থাকলেও গতকালের তুলনায় দূষণের মান কিছুটা কমেছে। গতকাল এই সময়ে ঢাকার একিউআই স্কোর ছিল ৭৫। আজ কিছুটা কমে সেটি হয়েছে ৬৪। এই স্কোর নিয়ে দূষণে শীর্ষ শহরগুলোর মধ্যে ২৯তম স্থানে রয়েছে ঢাকা।
সকাল থেকেই রাজধানীতে ঝিরিঝিরি বৃষ্টি ঝরছিল। এর প্রভাবে গতকালের তুলনায় আজ বাতাসের মানে কিছুটা উন্নতি দেখা দিয়েছে। তবে এখনো তা স্বাস্থ্যকর হয়ে উঠতে পারেনি।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।