দিনাজপুরে ‘টপলেডি’ পেঁপে চাষে নতুন সম্ভাবনা

দিনাজপুরের বিরল উপজেলার রবিপুর গ্রামের যুবক মো. বদরুজ্জামান (৩৮) ‘টপলেডি’ জাতের পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন। সারিবদ্ধ গাছে ঝুলছে সবুজ পেঁপে, যা তাকে যেমন বিস্মিত করেছে, তেমনি স্বপ্নও দেখাচ্ছে মৌসুমজুড়ে লাখ টাকার আয়।
চলতি বছরের মে মাসে উপজেলা কৃষি অফিসের সহায়তায় তিনি ২০ শতক জমিতে টপলেডি জাতের পেঁপের চারা রোপণ করেন। মাত্র তিন মাসেই গাছে প্রচুর পেঁপে ধরেছে। এরই মধ্যে প্রায় ৩০ মণ কাঁচা পেঁপে বিক্রি করে তিনি ২৪ হাজার টাকা আয় করেছেন। বর্তমানে আরও প্রায় ৩০ মণ পেঁপে বাজারজাতের জন্য প্রস্তুত রয়েছে। মৌসুমজুড়ে শতাধিক মণ পেঁপে বিক্রি করে লাখের বেশি টাকা আয়ের প্রত্যাশা করছেন এ কৃষক।
সম্ভাবনা দেখে তিনি আরও ৭০ শতক জমিতে নতুন বাগান করেছেন। বদরুজ্জামানের ভাষায়, অন্য ফসলের তুলনায় খরচ কম এবং চাহিদা সারা বছর থাকায় পেঁপে চাষ লাভজনক। স্থানীয় কৃষকরাও তার বাগান দেখে উদ্বুদ্ধ হচ্ছেন।
উপজেলার কৃষক আব্দুর রাজ্জাক বলেন, বদরুজ্জামানের বাগান এখন এলাকার বেকার যুবকদের জন্য সম্ভাবনার নতুন দিক খুলে দিয়েছে।
বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, প্রকল্পের আওতায় কৃষকদের কারিগরি ও নানা সহায়তা দেওয়া হচ্ছে। এতে যুবক ও কৃষকেরা টপলেডি জাতের পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠছেন, যা নিরাপদ সবজি উৎপাদনে সহায়ক হবে।