রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি নিয়ে ইসির সভা কাল

নির্বাচন কমিশনের (ইসি) নবম সভা আগামীকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’ চূড়ান্ত করতে পারে ইসি।
ইসির উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে সভার বিষয়টি জানা যায়।
সভার আলোচ্যসূচিতে যা রয়েছে
(ক) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫;
(খ) গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, এবং বিবিধ।
আলোচ্যসূচিতে আরও বলা হয়েছে, সভার বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।
এর আগে, গত ১৯ জুন কমিশনের সপ্তম কমিশন সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছিল ইসি। বিধিমালায় আসন্ন সংসদ নির্বাচনে পোস্টারের ব্যবহার বন্ধ, বিধি লঙ্ঘনে সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা ও প্রচার প্রচারণায় পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের নতুন বিধান যুক্ত করা হয়েছে।
ওই সময় কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকের বলেন, খসড়া আচরণবিধি আজ কমিশন অনুমোদন দিয়েছে। এর কয়েকটি বিষয় রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধন ও ঐকমত্য কমিশনের সুপারিশের সঙ্গে সম্পৃক্ত।
এরপর রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থা ও নাগরিকদের কাছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ চূড়ান্ত করতে মতামত চায় ইসি। এর পরিপ্রেক্ষিতে ৪২টিরও বেশি মতামত জমা পড়ে। এর মধ্যে বিএনপি, বাংলাদেশ জাসদ, বিকল্পধারা, ইসলামী ঐক্যজোটসহ অন্তত আটটি রাজনৈতিক দল এবং টিআইবি, আইইডি-র মতো কয়েকটি সংস্থা ও ২৯ জন ব্যক্তি মতামত দিয়েছেন। এসব প্রস্তাবের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধ, ডিজিটাল প্রচারণার নীতিমালা এবং নির্বাচনী পোস্টার নিষিদ্ধের বিষয়টি গুরুত্ব পেয়েছে।