‘৭৭৫ শহীদ পরিবারকে ১০০ কোটি টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত ৭৭৫টি শহীদ পরিবারকে প্রায় ১০০ কোটি টাকার সঞ্চয়পত্র ও মাসিক ভাতা বাবদ ব্যাংক চেক দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তথ্য জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, অবশিষ্ট শহীদ পরিবারগুলোর আইনি বিষয় নিষ্পত্তি সাপেক্ষে তাদেরও সঞ্চয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়াও, আহত ১৩ হাজার ৮০০ জন জুলাই যোদ্ধাকে তিনটি ক্যাটাগরিতে নগদ টাকা ও চেক বাবদ মোট ১৫৩ কোটি চার লাখ টাকা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা আরও জানান, গুরুতর আহত ৭৮ জনকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক ও রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ বাবদ প্রায় ১০০ কোটি টাকা খরচ হয়েছে। আহতদের পুনর্বাসনের জন্য সরকারের সব মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, সড়ক, সেতু, সেনানিবাস, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে স্বৈরাচার নিজের ও পরিবারের সদস্যদের নামে রেখেছিল। অন্তর্বর্তী সরকার এখন সেসব নাম পরিবর্তন করে আগের নাম বা মানানসই নাম ফিরিয়ে এনেছে।