সাতক্ষীরায় বিএসএফের গুলিতে যুবক আহত

সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার (৪ আগস্ট) ভোরে সীমান্তের লক্ষ্মীদাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবক লক্ষ্মীদাঁড়ি গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে আলমগীর হোসেন (৩৫)।
গুলিবিদ্ধ আলমগীর হোসেনের বোন ইসমত আরা জানান, বাড়ির পাশে কুমড়ো খালের কাছে সরকারি খাস জমিতে তার বড় ভাইয়ের একটি মাছের ঘের রয়েছে। সম্প্রতিক অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যায়। আজ ভোর সাড়ে ৪টার দিকে ওই ঘেরে নেট দিয়ে ঘেরা ও মাছের খাবার দিতে যান তার ভাই। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে চোরাকারবারি ভেবে গুলি ছোড়ে। এতে তার মাথা, মুখ ও চোখের ভ্রুসহ বিভিন্ন স্থানে ছাররা গুলি লাগে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় গ্রামবাসী জাকির হোসেন ও আব্দুল কাদের জানান, আলমগীর দীর্ঘদিন ধরেচোরাচালানের সঙ্গে যুক্ত। সীমান্তে সরকারি জায়গায় তার মাছের ঘের থাকলেও মূল পেশা চোরাচালান। ভোরে ভারত থেকে চোরাচালানের পণ্য আনতে গেলে বিএসএফ তাকে গুলি করে। এ সময় তার অন্য দুই সহযোগী পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এ বি এম আক্তার মারুফ জানান, আজ সকাল ৮টা ৩৫ মিনিটে আলমগীরকে জরুরি বিভাগে আনা হয়। তার মুখ, মাথাসহ বিভিন্ন স্থানে ছররা গুলি লাগার চিহ্ন রয়েছে।
বর্ডার গার্ড বালাদেশের (৩৩ বিজিবি) ভোমরা ক্যাম্পের কমান্ডার জহির উদ্দীন বলেন, আলমগীর গত ৩০ জুলাই অবৈধ পথে ভারতে গিয়েছিল। আজ সোমবার পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে বিএসএফের গুলিতে আহত হয়েছে।