জামায়াত আমির শফিকুর রহমানের হার্টে ৩ ব্লক, অস্ত্রোপচারের সিদ্ধান্ত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসক। আজ বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
নজরুল ইসলাম বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যাওয়ার পর থেকে ডা. শফিকুর রহমানের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছিল। এরই ধারাবাহিকতায় আজ তার এনজিওগ্রাম করা হয়। কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি মেজর ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে সরাসরি বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।
জামায়াত আমিরের পিএ বলেন, দলীয়ভাবে তাকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হলেও ডা. শফিকুর রহমান তা নাকচ করে দিয়েছেন। তিনি দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থার কথা জানিয়েছেন। তাই দেশেই জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোহাম্মদ নজরুল ইসলাম আরও জানান, এ বিষয়ে দলীয়ভাবে আলাপ-আলোচনা শুরু হয়েছে। ডা. শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।