এক বছরেও জাতীয় নির্বাচনের আয়োজন না হওয়ার কারণ দেখছি না : ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন তিন মাসের মধ্যেও সম্পন্ন হতে দেখেছি। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের এক বছর সময় লাগানোর কোনো কারণ দেখছি না।
আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে দিনাজপুর শহরের শিল্প বণিক সমিতির মিলনায়তনে জেলা বিএনপির যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘প্রশাসনের মধ্যে এখনও স্বৈরাচার সরকারের দোসর ঘাপটি মেরে লুকিয়ে আছে। আপনারা দয়া করে খোলস থেকে বেরিয়ে আসুন এবং জনগণের কাতারে দাঁড়িয়ে, জনগণের জন্য কাজ করুন। নাহলে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না।’
ডা. জাহিদ আরও বলেন, আগামীর নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয় এবং জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই সুযোগ সৃষ্টির দায়িত্ব ড. মুহাম্মদ ইউনূস সরকারের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সহসভাপতি মোকাররম হোসেন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু এবং জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল।