ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আসামি সাগর রিমান্ডে

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) পাথরের আঘাতে হত্যার মামলায় সাগর নামের এক আসামিকে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আসামি সাগরকে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার চার দিন রিমান্ডের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় কোতয়ালি থানায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, অপরটি অস্ত্র আইনের। গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।