খাগড়াছড়িতে আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও

বিদ্যুৎ বিচ্ছিন্নতার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করেছে ক্ষুব্ধ গ্রাহকরা। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে বড় মেরুং ও ছোট মেরুং এলাকার শতাধিক বাসিন্দা বিক্ষোভে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও বারবার অভিযোগ করেও সমাধান না হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে দীঘিনালা আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করেন। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন ও বিদ্যুৎ বিভাগে সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে দীঘিনালা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টহল দল। উত্তেজিত জনতাকে শান্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, উত্তেজিত জনতা বিদ্যুৎ না পেয়ে প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই ও তাদের বুঝিয়ে ফিরিয়ে দেই।