মাইলস্টোনের শিক্ষার্থী মাহতাবের মরদেহ দাফন হবে রাতে

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থী মো. মাহতাব রহমান ভুঁইয়া আর বেঁচে নেই। আজ বৃহস্পতিবার দুপুর ১ টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। আজ রাতেই কুমিল্লার দেবিদ্বার উপজেলায় তার মরদেহ দাফন করা হবে
মাহতাবের মৃত্যু ও দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন মাহতাবের চাচা মো. মিজানুর রহমান ও ছোট মামা মো. রাকিবুল ইসলাম।
গতকাল বুধবার রাতে মাহতাব চোখে খুলে নিজে নিজে নিঃশ্বাস নিয়েছে বলে জানিয়েছিলেন তার বড় মামা মহিবুল হাসান শামীম। মাহতাব রহমান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ১১ নং বেডে চিকিৎসাধীন ছিল। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
মামা মো. রাকিবুল ইসলাম বলেন, ভাগ্নেকে আর বাঁচানো যায়নি, ২টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। আমি কাছাকাছি আছি খবর পেয়ে হাসপাতালে যাচ্ছি। আজ রাতেই তার গ্রামের বাড়ি চুলাশে জানাজা ও দাফন হবে।
মাহতাব কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভুঁইয়া বাড়ির মো. মিনহাজুর রহমান ভুঁইয়ার একমাত্র ছেলে। তাঁরা ঢাকার উত্তরায় থাকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। তার বাবা মিনহাজুর রহমান ভুঁইয়া গ্রেটওয়াল সিরামিকের এজিএম।
স্বজনরা জানায়, মাহতাবের মৃত্যুর সংবাদে তার গ্রামের মানুষ শোকে মূহ্যমান।
আজ বৃহস্পতিবার এশার নামাজের পর চুলাশ-উখারী বাজার শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে মাহতাবের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গত সোমবার ২১ (জুলাই) দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় মাহতাব।