অর্থ আত্মসাতের মামলায় আবুল বারকাত দুই দিনের রিমান্ডে

২৯৭ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২৩ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ গত ১১ জুলাই আসামির তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। ওইদিন তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করা হয়েছিল। পরবর্তীতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবুল বারকাতের জামিন আবেদন করা হলে বিচারক তা নাকচ করে সি এম এম আদালতে পুনরায় রিমান্ড শুনানির জন্য দিন নির্ধারণ করেন। এরপর তাকে আদালতে হাজির করা হলে বিচারক দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাতের অভিযোগে আবুল বারকাতসহ ২৩ জনের নামে মামলা করে দুদক।
অভিযোগে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালজালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ হিসেবে দিয়েছিলেন। আতিউর রহমান ও তার সহযোগীরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করা হয়।
গত ১০ জুলাই রাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।