শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বরিশালে সড়ক অবরোধ

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শিক্ষার্থীদের নিহতের ঘটনায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ ছয় দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছেন বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টা থেকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের সামনের মহাসড়ক আটকে বিক্ষোভ করছেন তারা।
মহাসড়ক আটকে বিক্ষোভ করায় বরিশাল-ঢাকাসহ স্থানীয় সব রুটের শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই প্রান্তে যানবাহন আটকে যাত্রী ভোগান্তির সৃষ্টি হয়। এই প্রতিবেদন লেখার সময় বিকেল ৫টা পর্যন্ত অবরোধ চলছিল।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিমান দুর্ঘটনার পর এতসংখ্যক শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে, কিন্তু এ ঘটনায় তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে রাত ৩টায় কেন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসবে? শিক্ষার্থীরা প্রশ্ন ছুড়ে দিয়ে বলে, পরীক্ষা স্থগিতের বিষয়ে আগে কেন সিদ্ধান্ত নেওয়া হয়নি? এমন শিক্ষা উপদেষ্টা আমরা চাই না। এ ঘটনার জন্য অবিলম্বে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এ ছাড়া দুর্ঘটনায় সঠিক হতাহতের পরিসংখ্যান জানাতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষকদের মারধরের ঘটনায় সেনা সদস্যদের ক্ষমা চাইতে হবে। প্রত্যেকের পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এসব দাবি অবিলম্বে মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।