বিমান দুর্ঘটনায় নিহত সায়মার দাফন সম্পন্ন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী গাজীপুরের সায়মা আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে গাজীপুর মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের বিপ্লবর্থা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় বাসিন্দা শাহ আলমের মেয়ে সায়মা আক্তার ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মা ও ভাইয়ের সঙ্গে থাকত। সে উত্তরা মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। প্রতিদিনের মতো সোমবার (২১ জুলাই) সকালেও মা লীনা আক্তার তাকে স্কুলে নামিয়ে দিয়ে যান। কিন্তু দুপুরের দিকে বিমান দুর্ঘটনার খবর আসার পর থেকেই পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর সায়মার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন হাসপাতালে খোঁজ করেও তার সন্ধান পাননি। অবশেষে রাত ৮টার দিকে সিএমএইচ হাসপাতালে সায়মার মরদেহের খোঁজ মেলে। পরে রাত ৩টার দিকে মরদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে।
সায়মার মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। ছোট্ট শিক্ষার্থীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। অনেকে রাতের নিস্তব্ধতা ভেঙে তাকে শেষবার দেখার জন্য ভিড় করেন বাড়িতে।