শার্শায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১১ দিন পর হাসপাতালে মারা গেছেন যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫৩)। গতকাল শনিবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবুল কালাম আজাদ শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি চাঁন্দুড়িয়ার ঘোপ গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম সুলতান আহম্মেদের ছেলে। আবুল কালাম আজাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বড় ছেলে তাহমীদ ঈষাদ দীপ্ত।
দীপ্ত জানান, তার বাবা গত ৮ জুলাই ঢাকায় মোটরসাইকেলযোগে বাড্ডা থেকে মিরপুর যাওয়ার পথে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করলে সেখানকার ডাক্তাররা ওই দিন তার মাথায় অস্ত্রোপচার করেন। পরে ১১ দিন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার রাতে তিনি মারা যান।