নির্বাচন সামনে রেখে গুজব মোকাবিলা কঠিন হবে : সালাহউদ্দিন আহমদ

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে মিথ্যা তথ্য ও গুজব মোকাবিলা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার (১৯ জুলাই) বনানীতে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, সংস্কার নিয়ে আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার রয়েছে। এটাকে গুজব বলব কিনা জানি না। বিষয়টা ঠিক উল্টো। আমরাই সবসময় ছাড় দিয়ে বিভিন্ন আইন সহায়তা করে, যেগুলো বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো এক জায়গায় করে একটা সমাধান দিচ্ছি। আমরা সমাধানের কথাই বলছি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যারা গণঅভ্যুত্থানের শক্তিকে দূষিত করে, অপমানিত করে, বাংলাদেশে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে— সেটার শেষ ফল হচ্ছে, আমরা আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের ইতিহাসকে অপমানিত করছি। আর আমরা যদি এমনটা করি, তাহলে জয়ী হয় ফ্যাসিবাদের সময়টা ও তাদের ভূমিকা। সেটা আমাদের জাতির কেউ চায় বলে মনে হয় না।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এসব কনটেন্ট বানায়, তাদের কয়েকজন ইউটিউবার আছেন। কিছু কিছু ভিডিওতে দেখি, আমার ছবি আছে কিন্তু ভেতরে আমার কথা নেই। মির্জা ফখরুল, আমার ও আরও একজন মির্জা সাহেবের ছবি দিয়ে তারা ভিডিও বানায়। কিন্তু ভেতরে আমাদের কারও কথা নেই।
বিএনপির এই নেতা বলেন, ‘আবার নিচে এমন একটা লাইন দিচ্ছে, যেটাকে বলে থাম্বনেইল। সেটার সঙ্গে বক্তৃতার মিল নেই। এভাবে করে একটি জাতিকে নিয়ে তারা যেন খেলা করছে। তাদের সাবস্ক্রাইবার কারা? তারা তো একটি শ্রেণি। তারা ওই রকম শ্রেণি, তারা যা বলবে, তা তারা বিশ্বাস করবে। মানে, তুমি যাহা লিখিবে, তাহাই সত্য—এমন একটা কথা প্রচলিত আছে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এখন হচ্ছে ভিডিওর জমানা। তারা এটি এমনভাবে বানায়, মানুষ ওটাই বিশ্বাস করে। নির্বাচন যত কাছে আসবে, তত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এমন ভুয়া খবর বা ইচ্ছাকৃত মিথ্যা তথ্য ও গুজব এমনভাবে ছড়াবে, যেগুলো মোকাবিলা করা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, পাঁচই আগস্টের আগে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। এরপর সব ভাই আলাদা হয়ে গেছে। এখন নিজেদের মধ্যে লড়াই করো, আরামে আছে দিল্লিওয়ালা।’