মানিকগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিষধর সাপের কামড়ে স্বপ্না আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার বরাইদ ইউনিয়নের চারিকিত্তা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত স্বপ্না আক্তার ওই গ্রামের মুদি দোকানি হেলাল মিয়ার স্ত্রী। দাম্পত্য জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
স্বপ্নার স্বামী হেলাল মিয়া জানান, সকাল ৮টার দিকে স্বপ্না রান্নার জন্য মাচা থেকে শুকনো জ্বালানি আনতে গেলে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে দেখতে পান, সাপে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গেই দড়ি দিয়ে পায়ে বাঁধা হয় ও দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে মানিকগঞ্জ সদর হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রমজান আলী। তিনি বলেন, চলতি বর্ষায় এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। এমন পরিস্থিতিতে সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরা করার আহ্বান জানাই।
এদিকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন-উর-রশিদ বলেন, আমাদের হাসপাতালে সাপে কাটা রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম রয়েছে। তাই দেরি না করে রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। ভুল বিশ্বাস বা অপচিকিৎসার দিকে না গিয়ে সচেতন হতে হবে।
স্থানীয়দের মতে, বর্ষার সময় সচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করলে এমন মৃত্যু এড়ানো সম্ভব।