স্ত্রীসহ শামীম ওসমানের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে নারায়ণঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) এবং ১৮৬০ এর ১০৯ ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করে দুদক।
দুদকের মহাপরিচালক বলেন, শামীম ওসমান সংসদ সদস্য থাকার সুবাদে নিজ অর্পিত ক্ষমতার অপব্যবহার করে তিনি ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়া ৯টি ব্যাংক হিসাবে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার টাকা অস্বাভাবিক লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে।
আক্তার হোসেন বলেন, শামীম ওসমানের সহয়তায় স্ত্রী সালমা ওসমান ৩ কোটি ৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে। এছাড়া ৮টি ব্যাংক হিসাবে ২৪ কোটি ৬৬, লাখ ৮৯ হাজার অস্বাভাবিক লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেন।