মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে ৩ শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পাশবিক কায়দায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চলমান চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
আজ শনিবার (১২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এর আগে সকাল সাড়ে ১০টায় মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মেডিকেল কলেজের প্রধান-প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মিটফোর্ড হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ দেশব্যাপী চলমান চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
এছাড়া গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পলিটেকনিক ইনস্টিটিউটের আশপাশ এলাকার সড়ক প্রদক্ষিণ করে। দেশব্যাপী চলমান চাঁদাবাজি, ধর্ষণ, হত্যার প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগান দেয়।